About

  পাতারহাট ইসলামিয়া ফাযিল মাদরাসাটি ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা করেন ছারছিনা শরীফের মরহুম পীরে কামেল শাহ্‌ সূফী হযরত মাওলানা নেছার উদ্দীন (রহঃ)। মাদরাসাটি মেহেন্দিগঞ্জ থানার অন্তরগত ঐতিয্যবাহি পাতারহাট বন্দরের উত্তর-পুর্ব পার্শ্বে অম্বিকাপুর গ্রামে অবস্থিত। মাদরাসাটির বর্তমাত অধ্যক্ষ জনাব হযরত মাওলানা আবদুশ শাকুর সাহেব।

Madrasah Image


Theme images by konradlew. Powered by Blogger.